স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকায় স্বামীর হত্যাকারীদের হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাদের আক্রমণে বর্তমানে বিধবা স্ত্রী মদিনা মৃত্যুশয্যায় রয়েছে।
মামলা ও মামলার বাদীর দাবি, গত-১১-০১-২০০৮ সালে গাইটাল নয়াপাড়া এলাকায় জয়নাল আবেদিনকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় স্ত্রী মদিনা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং- ১৮(১)২০০৮ ধারা-৩০২/৩৪ উক্ত মামলা তুলে নিতে দীর্ঘ দিন যাবত মদিনা ও ছেলে ইয়াসিনকে বিভিন্ন রকম হুমকিসহ প্রাণ- নাশের হুমকি দিয়ে যাচ্ছিল একই এলাকার শফিকুল, রফিকুল, ইব্রাহিম, আনোয়ার, রিয়াদ,আরজু,সেলিম, মানিক গংরা মামলা তুলে না নেয়ায় গত ২০/০২/২০২৩ তারিখ সকালে মদিনার বাড়িতে আক্রমণ করে ঘর-বাড়ি কুপিয়ে লুটপাট করে মা-র ধর করে মদিনাকে হত্যাচেষ্টায় চালালে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ঘটনায় ইয়াসিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে যাহার নং- ১১৬/২০২৩।