1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

হোসেনপুরে ৪২ পিছ ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

  • প্রকাশ কাল রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পড়েছে


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ৪২ পিছ ইয়াবাসহ কাজল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স এসআই শাহিন মিয়া, এএসআই তুহিন মিয়া, এএসআই কামরুল হোসেন ও এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তার কাছে ৪২ পিছ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। কাজল মিয়া এর আগেও ২০২১ সালে ইয়াবাসহ হোসেনপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

হোসেনপুর থানার ওসি মো.আসাদুজ্জামান টিটু জানান, তার বিরুদ্ধে বর্নিত মামলা ছাড়াও মাদক সংক্রান্ত আরও মামলা রয়েছে। তাকে আজ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST