আবু হানিফ পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি: “- ভোরের হাসি সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।আজ শুক্রবার (০৭ এপ্রিল) ১৫ ই রমজান সন্ধ্যায় ঢাকাস্হ সবুজ ভাগ ইফতার ভোরের হাসি সংঘের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। ভোরের হাসি সংঘের সভাপতি রিসাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড-এর কাউন্সিলর লায়ন চিত্র রঞ্জন দাস, সংগঠনের উপদেষ্টা ও কদমতলা সংসদের সভাপতি ইয়াহিয়া সোহেল, উপদেষ্টা ইসমত তাকির বাবু, বাসাবো বাজার বণিক সমিতির সভাপতি আবুল সরদার, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আবেদিন, সহসভাপতি মোশাররফ হোসেন মিরন,আব্দুল মন্নাফ মুন্না, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজসহ কদমতলা সংসদ ও ভোরের হাসি সংঘের সকল নেতূবূন্দ, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোরের হাসি সংঘের প্রতিষ্ঠাতা আবুল আহাদ সরদার এবং সংগঠনের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের সকলের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সুন্দর ও আয়োজনের জন্য আয়োজক কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ সকল সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি রিসাদুল হক রিসাদ এবং ভবিষ্যতে ও এই কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।