নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিথী ইউনিয়নের শরীফপুর গ্রামের দুই বসতঘর আগুনে পুড়ে ছাই।
রাত আনুমানিক পৌনে তিনটায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় চারটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার শরীফপুর গ্রামের দারগ আলীর ছেলে বিপুল মিয়া ও জুটেল মিয়া।
স্থানীয়দের ধারণা রান্না ঘরের চুলা থেকে আগুনে সুত্রপাত শুরু মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। চার টি ঘরে আগুন লাগে। দুই বসতঘর বিদ্যুৎতিক খুটি গোয়াল ঘর সহ নগদ অর্থসহ কয়েকলাখ টাকার খয় ক্ষতি সাধন হয়।
দুটো বসতঘর একটি গোয়াল, একটি রান্না ঘর, ঘরে রাখা লাখ টাকার অধিক নগদ অর্থ টিভি ফ্রিজ দুটো গ্যাস সিলিন্ডার, বিদুৎতিক খুঁটি পুড়ে ছাই। দুই ঘর আংশিক পুড়েছে।