আবু হানিফ পাকুন্দিয়া :পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এম এ মান্নান মানিক কলেজে নবনির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্ভোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে ফিতা কেটে ভবনের উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি।
এম এ মান্নান মানিক কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মান্নান মানিকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদি)আসনের সাংসদ নূর মোহাম্মদ এমপি।বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক,মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক)মেছবাহ উদ্দিন,৭নং নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন,উপজেলা কৃষকলীগের সভাপতি বাবুল আহমেদ,ওসি(তদন্ত) নাহিদ হাসান সুমন।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এম এ মান্নান মানিক কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন(আইসিটি ভবন) নির্মিত হয়।ভবনটি নির্মাণ করেন-শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ।