তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে,শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।
এ সময় অবস্থিত ছিলেন,নান্দাইল পৌরসভা মেয়র রফিক উদ্দিন ভূইয়া,ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মাজারুল হক ফকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রশিদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন মন্ডল সহ,নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।