সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে রামপুর হোছাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৮ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দিন ব্যাপী অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ হোসেনপুর -২ এর সদস্য মোঃ মাসুদ আলম।
ময়মনসিং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভিপি ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ ফাহিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, একাডেমিক সুপার ভাইজার রওনক জাহান প্রমূখ।
দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।