তন্ময় দেব
শাল্লা প্রতিনিধ :
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন, ও ২৫ ই মার্চ গনহত্যা দিবস,২৬ মার্চ স্বাধীনতা দিবস, সফল করার লক্ষ্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা আবু তালেব এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ, প্রানিসম্পদ কর্মকর্তা সজীব হাওলাদার, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা অনিল দাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।