সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১১ মার্চ) সকালে উপজেলার জিনারী ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই বিশেষ (ভায়া) ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
৩০-৬০ বছর বয়সী নারী অথবা যে সব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ (ভায়া) ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আনজুমান ইসলাম,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. দেবাঞ্জন পন্ডিত।