রাজারহাট ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজারহাটে শাস্ত্রীয় মতে দোল যাত্রা উপলক্ষ্যে থানা রোডস্থ এন সি এস স্কুল মাঠে ভাব – গম্ভীর আচার অনুষ্ঠানের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাপী
অষ্টপ্রহর বিরতী হীন নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দোল পূর্নিমা তিথিতে হাজারো ভক্তকুল নর – নারীরা তাদের অচলা ভক্তিতে এ মহামিলনে শরীক হয়। অনুষ্ঠানের প্রারাম্ভে পবিত্র গীতা পাঠ করেন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পূরোহিত শ্রী পলাশ চক্রবর্তী। মোট ১৪টি দল মহানাম সংকীর্ত্তন পরিবেশন করে। উক্ত ধর্ম্মীয়
অনুষ্ঠানে সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ – হিল জামান, প্রেসক্লাব সভাপতি ও কেন্দ্রীয় মন্দিরের সম্পাদক সাহিত্যিক সরকার অরুণ যদু, সহঃ অধ্যাপক মধুসূদন পাল, প প্রভাষক চয়ন ডেভিট আপেল, হরিশ চন্দ্র মাষ্টার, দীনেশ কার্জ্জী, প্রফেঃ গজেন সরকার, তন্ময়, বিষ্ণুমহন্ত, মহাদেব মহন্ত, আশু, অমৃত, বিধান, ভূষণ চন্দ্র ও যাদব সরকার প্রমূখ।