নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামে আলহাজ্ব তাজমহল খান মডেল হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর – হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি | শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ এর অর্থায়নে নির্মিত এ ভবনটি ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে তিনি উদ্বোধন করেন ৷ .বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান এর সভাপতি এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনাল ২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট আলহাজ্ব আতিউর রহমান খান , জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ৷ পরে বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় ৷ বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা প্রধান অতিথি সংসদ সদস্যের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ৷ এ সময় অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷পরে সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি সদর উপজেলার চৌদশেত ইউনিয়নের চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন ৷