সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও রাবেয়া পারভেজ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে
যোগদান করলেন অনিন্দ্য মন্ডল।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও পারভেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় ইউএনও রাবেয়া পারভেজকে। এ সময় নবাগত ইউএনও অনিন্দ্য মন্ডলকেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও রাবেয়া পারভেজ,নতুন ইউএনও অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু প্রমূখ।
হোসেনপুর উপজেলায় কর্মকালীন সময় ইউএনও রাবেয়া পারভেজ সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন।