মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার অন্যতম শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তর এর দুই যুগেপদার্পনে উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ এস এস রোডস্থ ডাব্লু এফ রেস্টুরেন্টের হল রুমে যাকজমক পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,কে এম হোসেন আলী হাসান ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনপত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন , জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি বাবু ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সঞ্চালনায় ছিলেন যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম ।
পত্রিকার উত্তোরাত্ত সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তর পাঠকচক্রর প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় সাহা,৭১’টিভির মাসুদ পারভেজ ,ইন্ডিপেন্ডেন্টে টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দীলিপ গৌড়, সময় টিভির রিংকু কুন্ড,যমুনা টিভির রুবেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কে এম হোসেন আলী হাসান বক্তব্যে বলেন দেশের মানুষের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তা দৃশ্যমান । সংবাদ প্রকাশে বস্তূনিষ্ঠসংবাদ তুলে ধরে আরো সত্যপ্রকাশে দৈনিক যুগান্তর আরো এগিয়ে যাবে সে প্রত্যাশা ব্যাক্ত করেন । যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে দৈনিক যুগান্তর পত্রিকার দুযুগ পদার্পনে উৎসব উদ্বোধন করা হয়।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গনমাধ্যমে কর্মীগন উপস্থিত ছিলেন।