ফাগুনের আগুন লেগেছে কৃষ্ণ চূড়ার ডালে।
কদম বেলি সবাই ফুটেছে দলে দলে।
এসেছে কত রুপে কত রঙ্গিন স্বপ্ন নিয়ে বসন্ত তুমি আসবে বলে।
বসন্ত তোমার বৈচিত্র্যময় রূপ দেখে কোকিল গাইবে গান।
গানের তালে তালে দক্ষিণা বাতাসে দুলছে তরুলতা ।
লিখবে চিঠি সবুজ পাতায়।
ফল ফুল পাখিদের থাকবে কলতান।
বসন্ত তোমারি আগমনে মুখরিত প্রকৃতিতে প্রাণ।
ফাগুনের আগুন লেগেছে কৃষ্ণচূড়ার ডালে ।
বসন্ত তুমি আসবে বলে।
কোকিল গাইছে সুমধুর গান।
সবাইকে ফাগুনের শুভেচ্ছা অবিরাম।
কলমে:- সালমা দেলোয়ার ইতি।