নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা বাজার হতে মাইশা ক্লথ স্টোর এন্ড পর্দা গ্যালারী নামক কাপড়ের দোকান হতে সাড়ে ৫ লাখ টাকার কাপড় চুরি করে নিয়ে যায়। গত ২৭ ডিসেম্বর ২০২২ সকালে প্রকাশ্যে জনগণের
সামনে দোকানে চুরি করে গাড়ি করে সাড়ে ৫ লাখ টাকার কাপড় চুরি করে নিয়ে যায় সুমন ও সোহাগ নামের দুই চোর। সিসি ক্যামেরার ফুটেজে
গাড়ির নম্বর ও চোরের ছবি নির্ধারণ করতে বেগ পেতে হয় পুলিশকে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতের কটিয়াদী থানা থেকে কিশোরগঞ্জ ডিবি
পুলিশের হাতে মামলাটি হস্তান্তর পূর্বক অভিযান পরিচালনা করা হয়। গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) অভিযানের প্রেক্ষিতে কিশোরগঞ্জ সদরের বড়পুল মোড় হতে চোরাইয়ের জন্য ব্যবহৃত গাড়ি ও চোরাইকৃত মালামালের
বিক্রয়কৃত নগদ অর্থ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয় । বর্তমানে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই দিন সকালে
চুরিতে তারা দুইজন জড়িত ছিল এবং চোরাইকৃত মাল ভৈরব বাজারে পাইকারী বিক্রেতাদের কাছে ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রয় করে টাকা হাতে
রাখে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার
(অপরাধ) মোহাম্মদ নূরে আলম।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুর রহমান প্রমুখ।