মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা শহরের পৌরসভার অন্তরগত অন্যতম বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ভাষাসৈনিক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন রতু।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীল মানসিকতা ও সুস্বাস্থ্যের জন্য শরীরঢর্চা- খেলাধুলা ও শিল্পসাংস্কৃতির চর্চা অত্যাবশ্যাক আর এজন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে। তিনি স্কলের উন্নয়নের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ করে সাবেক প্রধান শিক্ষক মরহুম সৈয়দা ইসাবেলার স্মৃতি রক্ষার্থে একটি ভাস্কর্য নির্মাণ করার ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুনা রানী সাহা,বীর মুক্তিযোদ্ধা সাহার উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মমিনুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ , সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম ,টি এম গোলাম মাওলা , অতিথি আব্দুল বারী সেখ, ডেইলি মর্নি অবজারভারের জেলা প্রতিনিধি রফিউল আলম বাবুল তালুকদার প্রমুখ ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যাপীঠের সুনাম অর্জনকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম । সিরাজগঞ্জ সরকারি গৌরী আরবান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন বিশেষ অভ্যার্থনায়, শরীর চর্চা শিক্ষক শিল্পী ঘোষ ও রবিউল ইসলাম লেবু পরিচালনায় বিভিন্ন মিটারের দৌড়, স্মৃতি শক্তি পরীক্ষা ,গোলক ও চাকতি,বর্শা নিক্ষেপ,মোরগ যুদ্ধ, দড়িখেলা, ডিসপ্লে যেমন খুশি তেমন সাজো নিয়ে প্রায় ১৫টি বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের ও বিগত বছরে মেধাতালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেলাল আহমেদ ,লিটন আহমেদ ,রোমানা আবেদিন চিকিৎসা সেবায় ছিলেন পল্লীচিকিৎসক কার্তিক চন্দ্রবর্মন,। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম মনোয়ার ইসলাম এস এম আসাদুজ্জামান ,মির্জা আতিয়া সুলতানা , তাওহিদ হক,মোঃ সাহার উদ্দিনসহ উভয় শিক্ষা প্রতিষ্ঠানেরর সকল সহকারী শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকগনের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ক্রীড়াপ্রতিযোগীতা উপভোগ করেন।