সোহেল রানা রাজশাহী বিভাগী ব্যুরো
মহানগরীর মহিষবাথান নিবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আজমল উদ্দিন (৯১) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম ডাঃ আজমল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ডাঃ আজমল উদ্দিন মহিষবাথানের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মুত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বাদ মাগরিব মহিষবাথান ঈদগাহে অনুষ্ঠিত হবে।