1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

বেলাবতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএন পির পদযাত্রা

  • প্রকাশ কাল শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

রমজান আলী জুয়েল,
বেলাব(নরসিংদী) প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত ইউনিয়ন কর্মসূচি হিসেবে গ্যাস,বিদ্যুৎ, চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারের পতত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলাব উপজেলা সদর ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচীকে ঘিরে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে ছিলো পুলিশ’সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১১ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার সদরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গ্যাস,বিদ্যুৎ, চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারের পতত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলাব উপজেলা সদর ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলাব উপজেলা বিএনপির নেতা আবুল কালাম আজাদ ও বেলাব সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দূল হাই মেম্বার এর নেতৃত্বে চর বেলাব মধ্য পাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তায় প্রদশন শেষ করে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র নেতা আবুল কালাম আজাদ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই মেম্বার, সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়াডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।এ ছাড়া বক্তব্য রাখেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা।


শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST