আমি তোর বন্ধু তুই আমার বন্ধু
তুই আর আমি আমরা সবাই বন্ধু।
সুখের সময়ের বন্ধু তুই দুঃখে সময়ের বন্ধু।
ভালবাসি বন্ধু।
ভাল থাকিস বন্ধু ।
আমায় ভালো রাখিস বন্ধু।
বন্ধু ওরে বন্ধু তুই আমার বন্ধু।
আমি তোর বন্ধু আমরা সবাই বন্ধু।
ভালবাসি বন্ধু বন্ধু ওরে বন্ধু।
বন্ধু হয়ে বন্ধুর পাশাপাশি রবো।
বন্ধুত্বের সম্পর্ক উদার মনের হবো।
হিংসা বিদ্বেষ নয় ন্যায়ের পক্ষে রব।
এখানে হিংসা নেই গীবত নেই
কটুক্তি নেই নেই প্রতিযোগিতা।
এখানে আমরা সবাই বন্ধু
বন্ধুত্বের সম্পর্ক ভাল রাখতে চাই সবার সহযোগিতা।
বন্ধু ওরে বন্ধু তোকে নিয়ে জান্নাতে যেতে চাই।
আমি দোজখ কে নয় দোজখের মালিক কে ভয় পাই।
সাদাকে সাদা আর কালোকে কালো বলতে আমার লজ্জা নাই।
বন্ধু ওরে বন্ধু সব সময় আমি তোদের পাশে থাকতে চাই।
বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হোক।
আমাদের বন্ধুত্ব বন্ধুত্বের ভালবাসা দিয়ে শুরু হোক।
বন্ধু আমরা সবাই বন্ধু একটাই বন্ধুর পরিচয় হোক।
কলমে-সালমা দেলোয়ার ইতি।