বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ-
২৯ জানুয়ারী রবিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী জেলার জনপ্রিয় অনলাইন গণমাধ্যম নরসিংদী. টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নরসিংদী টিভির কর্নধার সোহেল রহমানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেলাব উপজেলার নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা, তিনি নরসিংদী টিভির সফলতা কামনা করে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শারমিন আক্তার খালেদা, মহিলা বিয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নায়েমা তাব্বাসুম শাহ, ও কবি দিলরুবা সহ নরসিংদী. টিভির বেলাব উপজেলা প্রতিনিধিগণ।