মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
সারাদেশের মত নীলফামারীতে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টিভি’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যে ১৮ জানুয়ারি বেলা ১২ টায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপালিটি এসোসিয়েশন অফ বাংলাদেশ (ম্যাব) এর সভাপতি, নীলফামারী পৌর মেয়র ও নীলফামারী জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি!
এশিয়ান টিভির নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মানিক।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার সময় ডোমার প্রতিনিধি সোনামনী কলি, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি রাজু আহমেদ, সাংবাদিক শাহজাহান আলী মনন, মাসুম বিল্লাহসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে দশ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।