সংবাদ দাতাঃ
সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর পক্ষ থেকে নেত্রকোনার খালিয়াজুরীতে ১৫৬ অসচ্ছল হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রত্যেক পরিবারকে ৯ হাজার করে নগদ টাকা পেয়েছে।সোমবার (১৬ জানুয়ারী ) সকাল ১১ ঘটিকায় সাতগাঁও এম,বিপি উচ্ছ বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রমের উদ্ভোধন করেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদ ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অজিত বরন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান পরিচালনা পর্ষদ ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকারে আনার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেল খালিয়াজুরী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ,সাবেক খালিয়াজুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামচ্ছুজ্জান তালুকদার সোয়েব সিদ্দিকী,মোহনগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলিপ দত্ত, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান শামীম মোড়ল, মেন্দীপুর ইউপি চেয়ারম্যান আবু হাকিম পাখি, এসডিএফ এর আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসেন, জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, মদন উপজেলা প্রমুখ।