নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে, পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক নানা আয়োজন মেতে উঠে বেদে সম্প্রদায়ের শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ।
কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড়ের পাশে বেদে পল্লীতে শুক্রবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন। সামাজিক সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর উদ্যোগ তৈরি করা হয়, তাল পিঠা, নকশী, পিঠা, ভাজা পিঠা, কলা পিঠা সহ সাত রকমের পিঠা এই উৎসব ঘিরে বর্ণিল হয়ে উঠে বেদে পল্লীর ২০ টি খুপরিঘরের অর্ধশতাধিক শিশু কিশোরেরা।
বেদে পল্লীর শিশু শরীফ, শুভ ও মারুফাসহ অনেকেই জানায়, তারা তিন বছর পর এই পিঠা খেয়েছে, খুব ভাল লেগেছে। বেদে পল্লীর সরদার জসীমউদ্দিন বলেন, অনেকদিন পর আমরা এমন সুন্দর আয়োজন দেখেছি আমাদের বাচ্চাকাচ্চারা অনেক আনন্দ পেয়েছে।
সংগঠনটির উদ্যোক্তারা জানায়, শীতে আমরা ভাল পিঠাপুলি খেলেও সুবিধাবঞ্চিত এই শিশুরা এর থেকে বঞ্চিত হয়, তাদের মুখে হাসি ফুটাতে ও শিশুদের আনন্দ দিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।