হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
তীব্র শীত, প্রতিকূল আবহাওয়া ও প্রতিবন্ধকতা মধ্যে দিয়ে সরিষার বাম্পার ফলন ফলিয়েছে তাড়াইল উপজেলার কৃষকগণ,তারেই মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দুলদিয়া গ্রামের একজন পরিশ্রমী স্বার্থক সফল কৃষক আঃ গুনি শাহ। সরজমিনে কৃষক আঃ গনি শাহ সাথে কথা বলে জানা যায়, তিনি এক একর সরিষা জমি আবাদ করে, ঘন কুয়াশা তীব্র শীত এবং বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও আল্লাহর রহমতে ভালো ফলনের আশা করা যাচ্ছে,তিনি সময় মতো সরকারি বীজ জমিতে বপন করেছেন পাশাপাশি যত্নসহকারে পরিচর্যা এবং কৃষি কর্মকর্তা পরমর্শে সার প্রয়োগ করেছন, এখন ফসল ঘরে তুলতে পারলে এই কৃষকের মুখে হাসি ফুটবে,তিনি আরও বলেন বাংলাদেশ শতকরা ৮০% লোক কৃষি জীবী আমরা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করি,যখন আমরা বাজার জাত ন্যযমূল্য পাই,তখন আমরা সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যাই। এ বিষয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন ও তাড়াইল উপজেলার কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে তিন বছরের তেল জাতীয় ফসলের আবাদ শতকরা ৪০ ভাগ বাড়ানোর জাতীয় নীতি মালার আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাড়াইল উপজেলায় কৃষকদের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, চলতি রবি মৌসুমে রোপা,আমন,ও বোরো আমাদের মধ্যবর্তী সময়ে ৮৮০ হেক্টর জমিতে সল্প জীবন কাল সম্পন্ন উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করা হয়েছে। শতকরা হিসাবে পূববর্তী তুলনায় ১৪% বেশী ফসলের আবাদ ভালো, আশা করা যাচ্ছে ভালো ফলন পাওয়া যাবে।