স্টাফরিপোর্ট: জুবায়ের আহমাদ জুয়েল
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাকেন্দ্র জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭জানোয়ারী’২৩ শনিবার বিকাল ৩ ঘটিকা হইতে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট ইসলামিক স্কলারগণ কোরআন হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মুফতি বজলুর রহমান ও মুফতি হারুন রশীদ কাসেমীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন- আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ ও জামিয়া ফয়জুর রহমান (রহ.) -এর পরিচালক, আল্লামা আব্দুল হক।
উক্ত সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট ও সাহিত্যিক ড. আ ফ ম খালিদ হুসাইন। ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, মুফতি মীজানুর রহমান সাঈদ। দৈনিক ইনকিলাবের সহ. সম্পাদক মাও. উবায়দুর রহমান খান নদভী। এছাড়াও স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন- শুধুমাত্র নামাজ, রোজা, হজ্ব, যাকাত, আর পাঞ্জাবি-টুপি ব্যবহারের নাম ইসলাম নয় বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে।