স্টাফ রিপোর্ট: জুবায়ের আহমাদ জুয়েল:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ৫ জানুয়ারি দুপুর ২টা কিশোরগঞ্জের আখরা বাজার রোডস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ত্বোয়াসিন বিন মুজিব এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, সংগঠনটির জেলা সভাপতি মুহা.আবরারুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জি এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহিম হোসেন মৃধা।
বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি ন্যায়-নীতির সংগঠন। দেশের সচেতন ছাত্র সমাজকে আদর্শিক রাজনীতির চর্চা করানোর জন্যই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেছিল। এসময় এইচ এম সাইফুল ইসলামকে সভাপতি, ত্বোয়াসিন বিন মুজিবকে সহ-সভাপতি ও আহমদুল্লাহ বিন ফরিদকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি শোয়াইব আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা সভাপতি, হাফেজ মাওলানা প্রভাষক মুহা. আলমগীর হুসাইন তালুকদার, সেক্রেটারি, মুহাম্মাদ রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, বামুক ছদর মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতি কফিল উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, কোরআন শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ জেলা সভাপতি ক্বারী আব্দুল মান্নান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ মুসা খান ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ মুত্তাকী। প্রমুখ