নিজস্ব প্রতিবেদক ঃ শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনা বাংলাদেশ, সেই শ্লোগান কে সামনে রেখে ২০২৩ নতুন বছরে, উৎসবমুখর মধ্যে দিয়ে সারা দেশে সরকারি নতুন বই বিতরণ করা হচ্ছে, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে মহা আনন্দের অনুভূতি প্রকাশ পায়। কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণের দৃশ্যমান চিত্র।
রবিবার সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও দেয়া হয়েছে নতুন বই কিশোরগঞ্জ সুরুজ খান উচ্চ বিদ্যালয়ে রবিবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাসুদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার সাইদা রুবাইদা, কালের নতুন সংবাদ এ-র সম্পাদক খায়রুল ইসলাম।
সুরুজ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নয়ন,হাদিস, কামাল মেম্বারসহ প্রমুখ।