মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে কেক কাটা, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। পরে মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিল উদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা সাখাওয়াত, সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ,ভৈরব চেন্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, সরকারি হাজী আসমত কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোহাম্মদ আব্দুর রউফ,জেলা পরিষদের মহিলা সদস্য আছমা আহমেদ প্রমুখ সহ আরো অনেকে।
ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজ আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ উপজেলা মহিল ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী,ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তুহিন মোল্লা বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস দ্রুব, চ্যানেল ২৪ প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা ,বাংলা টিভির প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক বাংলাদেশ ভুলেটিনের প্রতিনিধি আব্দুর রউফ,২৪ ঘন্টা নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক ও বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান ওয়াসিম,জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম ও মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদের ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদ , হাজী আসমত এতিম খানার ব্যবস্থাপক সাইদুর রহমান বাবলু, মানব কণ্ঠের ভৈরব প্রতিনিধি আক্তারুজ্জামান,অবলম্বন প্রত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই পরশ, অবলম্বন প্রত্রিকার বার্তা সম্পাদক শামিম আহমেদ, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি এম আর রুবেল,আর টিভির প্রতিনিধি আল আমিন টিটু,৭১বাংলার প্রতিনিধি মিজানুর রহমান পাটুয়ারী, আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর ভৈরব প্রতিনিধি কাজী আবুল হোসেন সৌরভ ,দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি জুয়েল মিয়া ও দৈনিক সমাচার ও জে টিভির প্রতিনিধি ইমন মাহমুদসহ ইলেক্ট্রনিক্স, প্রিন্ট,অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।