নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদ্রাসায় সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শামছুল আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরফুল হক উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, আ’লীগ নেতা শামীম শেখ, একরাম হোসেন, নিকুঞ্জ চন্দ্র, আবু নোমান, ইব্রাহিম আলী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমূখ।