শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ডিসেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন।
আরও বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ প্রমুখ। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপির চেয়ারম্যান, শিক্ষকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপূর্বে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরিশেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।