ডেস্ক রিপোর্ট ঃ র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ২৮৯(দুইশত ঊননব্বই)বোতল স্কাফ, ০২(দুই)টি মোবাইল ও নগদ-৫০০ টাকা’সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-১৪ এর সিপিসি তল্লাশী করে সিএনজিতে
থাকা ০১জন মহিলা ও ০১জন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে ২৮৯(দুইশত উননব্বই) বোতল
মাদকদ্রব্য স্কাফ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মনুরা(৫০), স্বামী-হারিছ মিয়া,
পিতা-মৃত আব্দুস সামাদ, ২। মোঃ হৃদয়(১৮), পিতা-মোঃ সোলেমান মিয়া, উভয় সাং-
আজমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বলে জানায়। তখন তাদের কাছে নিকট
হইতে ০২টি মোবাইল ও নগদ-৫০০/-(পঁাচশত) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে মাদকদ্রব্য
স্কাফ ক্রয়-বিক্রয় এর কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের
অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।