তন্ময় দেব
শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা প্রসাশন মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে শাল্লা মুক্ত দিবস পালিত হয়েছে। ৭ডিসেম্বর বুধবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ শাল্লা উপজেলা ইউনিটের যৌথ উদ্যোগে পালন করা হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে বেলা ১১ টায় উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস এর সভাপতিত্বে ওবীর মুক্তি সন্তান মিঠু চন্দ বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বিশেষ অতিথি অধ্যাপক তরুণ কান্তি দাস,৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাওার মিয়া, সাবেক ৩ নং বাহাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান বিধান চৌধুরী প্রমুখ ও বীর মুক্তিযোদ্ধাগন , গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধার সন্তানগন,সুশীল সমাজের নাগরিকবৃন্দ
পরিশেষে সভাপতির বক্তব্যে মধ্যে দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।