1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ সরিষাবাড়ী হাসপাতালের কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন ইউপি চেয়ারম্যান কায়ছার-এ-হাবীব পরিষদে অনুপস্থিত ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ১০ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক – রাব্বি আকন্দ ঈশ্বরগঞ্জে বিদ্যালয়ের শতবর্ষী গাছ ব্যক্তি মালিকানা দেখিয়ে বিক্রির অভিযোগ  তাড়াইলে কাপড়ের দোকান থেকে নগদ ৭ লাখ টাকার মালামাল লুট কটিয়াদীতে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামেরকমিটি গঠন রাজারহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
শিরোনাম
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা সরিষাবাড়ী হাসপাতালের কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন ইউপি চেয়ারম্যান কায়ছার-এ-হাবীব পরিষদে অনুপস্থিত ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ : ১০ কোটি টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার আঁধারের বুকে আলো কুড়িগ্রাম জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও সুধী জনের মতবিনিময় সভা পারিবারিক বিরোধের জেরে ঈশ্বরগঞ্জে এক যুবককে অপহরণের অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক – রাব্বি আকন্দ

মালিক শ্রমিক ঐক্য গড়ি সোনার বাংলা গড়ে তুলি…. ছাবির উদ্দিন রাজু

  • প্রকাশ কাল শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩০৫ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিদেশি জুতা আমদানি বন্ধ, দেশীয় শিল্প রক্ষা ও পাদুকা শ্রমিক বাঁচানোর দাবিতে শুক্রবার বাদ আসর ছনছাড়া এতিমহানা বাজারে ভৈরব উপজেলা শাখার অধিনে শিবপুর ইউনিয়ন নব গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় বিগত মে দিবসে মহামান্য রাস্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী রিপিট করে একথা বলেন।

করোনা দুর্যোগোত্তর ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত পাদুকা শিল্প ও শ্রমিকদের বাঁচাতে নগদ আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পাদকা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় শ্রমিক নেতা সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু তিনি বলেছেন, আর্থিক সহায়তা পেলে পাদুকা শিল্প আবারও বড় আকারে ঘুরে দাঁড়াবে। আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান নিতে পারবে। এ জন্য পাদুকা শিল্পের উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিবপুর ইউনিয়ন কমিটির পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা এবং এই শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, পাদুকা শিল্পে সাত হাজার ১০০ টাকা মজুরি ঘোষণা গ্রহণযোগ্য নয়। বাজারদর এবং জীবনযাত্রার ব্যয় অনুযায়ী পাদুকা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।আট ঘন্টা শ্রম এরপর বাকি সময়ের ওভারটাইম বিল দিতে হবে।

পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ এ শিল্পে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদেশি জুতা আমদানি বন্ধ করে জুতা তৈরির কাঁচামাল ও পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে চামড়ার উপযুক্ত মূল্য প্রদান ও সংরক্ষণ এবং চামড়াজাত বহুমুখী পণ্য উৎপাদন ও তার ব্যবহার নিশ্চিত করতে হবে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়জুল কবিরের সভাপতিত্বে পরিচিতি সভায় আরো বক্তব্য দেন সেন্ট্রাল কমিটির সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ বাকের খন্দকার ঝলক, নির্বাহী সদস্য মোমিন মিয়া,উপজেলা কমিটির সহসভাপতি মোঃ গোলাম হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,যুগ্মসাধারণ সম্পাদক নূর মোহাম্মদ দুলাল,সাংগঠনিক সম্পাদক এন কে সোহেল, দপ্তর সম্পাদক মোঃ শহিদ মিয়া, প্রচার সম্পাদক আঃ রাজ্জাক ,পৌর কমিটির সভাপতি মোহাম্মদ সজল মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মেম্বার, সহসভাপতি মোঃ শফিক মিয়া,
অনুষ্ঠানে শিবপুর ইউনিয়নের সভাপতি হারুণ অর রশিদ মেম্বার সাধারণ সম্পাদক রনি সরকার সহ সকল নেতাকর্মীদের কে সেন্ট্রাল ও অন্যান্য নেতারা ফুলের মালা ও গিফট প্রদান করেন।
পরিশেষে বিশ্বের সকল শ্রমিকের জন্য দোয়া মাগফিরাত কামনা করে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST