ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এসআই(নিঃ) মাহবুব উল্লাহ সরকার সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩/১১/২২ খ্রি: ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটাল মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনেরে উপর ১১:০৫ ঘটিকায় কাজী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫২২) তল্লাশী করে আসামী ১। মো: খায়রুল ইসলাম (১৬), পিতা-মৃত রুস্তম আলী, সাং-বায়েক পশ্চিমপাড়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ২। শুভ চন্দ্র দে (৩২), পিতা-মৃত দুলাল চন্দ দে, সাং-চান্দিনা ঘোপ বাড়িয়া জেলা- কুমিল্লাকে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ৬ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১১:৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।