রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি \ রাজারহাটে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি
প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩হাজার ২৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে
বিনামূল্যে রবিশষ্য বীজ ও সার সহ কৃষি উপকরন বিতরন শুরু হয়েছে। রবিবার সকালে
উপজেলা নিবার্হী কর্মকতার্ নুরে তাসনিম এই কর্মসূচীর উদ্ধোধন করেন ।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকতার্ শম্পা আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী আলোচনা
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু সহ অনেকে বক্তব্য দেন।
এতে কৃষকদের ২০কেজি করে সার সহ সরিষা,গম,ভুট্রা,পিয়াজ,চিনাবাদাম,সূর্যমূখীর
বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলার নদী ভাঁঙ্গন কবলিত বিদ্যানন্দ ও ঘড়িয়ালডঁাঙ্গা
ইউনিয়নে বন্যা ও নদী ভাঁঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকার কৃষকদের প্রণোদনার ক্ষেত্রে প্রাধান্য
দেয়া হয়েছে বলে জানা গেছে। #