ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় ৩জন ডাকাতকে গ্রেফতার করেছে। ভৈরব থানার এসআই মোঃ ছাইয়েদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ১২/১১/২০২২ খ্রিঃ দিবাগত রাত ০৩.০০ ঘটিকায় অর্থাৎ ১৩/১১/২২ খ্রি: ০৩:০০ ঘটিকায় ভৈরব থানাধীন পঞ্চবটি পুকুরপাড় সাকিনস্থ পৗর কবরস্থানের ভিতরে পশ্চিম পাশে খালি জায়গার উপর পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ৮/৯ জন দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১। সাদ্দাম (২৬), পিতা-জলিল মিয়া, সাং-লক্ষীপুর (শামীম মিয়ার বাড়ীর ভাসমান ভাড়াটিয়া), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ রাসেল মিয়া (২৮), পিতা-মৃত লায়েছ মিয়া, মাতা-জাহেদা খাতুন, সাং-পঞ্চবটি পুকুরপাড় (মঞ্জু চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ (ভাসমান), ৩। মিরাজ মিয়া (২৩), পিতা-বাউল মুর্শিদ মিয়া, সাং-পঞ্চবটি পুকুরপাড় (আতর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ (ভাসমান) কে আটক করে। ঘটনার সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ০১ (এক) টি চাপাতি, ০১(এক) টি লোহার হাতলসহ রামদা ও ০১(এক) টি লোহার রড উদ্ধার করে রাত ০৩:১০ ঘটিকায় জব্দ তালিকামুলে হেফাজতে নেয়। এ ঘটনায় ভৈরব থানার মামলা নং-৩৩, তারিখ ১৩/১১/২২ খ্রি:, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রাসেল এর বিরুদ্ধে ভৈরব থানার মামলা নং ২৫, তারিখ- ১৭ এপ্রিল ২০২১, ধারা-৩৪১/৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড ও গ্রেফতারকৃত আসামি সাদ্দাম এর বিরুদ্ধে ভৈরব থানার মামলা নং ২, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২১, ধারা- ৩৯৪ পেনাল কোড; কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৫, তারিখ- ০৫ আগস্ট ২০২২ ধারা- ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/১১৪/৩৪ পেনাল কোড; কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-৬, তারিখ-০২ জুলাই, ২০২২ ধারা- ৪৫৭ /৩৮০ পেনাল কোড-১৮৬০; নরসিংদী জেলার বেলাব থানার মামলা নং-১, তারিখ- ০১ এপ্রিল, ২০২১ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ রয়েছে।