ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২২ খ্রি: ভৈরব থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে মোট ২৪৬ বোতল বিদেশী মদ ও ০২ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩জনকে গ্রেফতার করে। ভৈরব থানার এসআই মাহবুব উল্লাহ সরকার গোপন সংবাদের ভিত্তিতে ১৪:১০ ঘটিকায় ভৈরব থানাধীন কমলপুর গ্রামস্থ নাজমুল হাসান পৌর পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেকের পাঁকা রাস্তার উপরে একটি প্রাইভেট কারে (চট্ট মেট্রো-গ-১২-৩০৮৯) তল্লাশী অভিযান পরিচালনা করে সর্বমোট ২৪৬ (দুইশত ছিচল্লিশ) বোতল বিদেশী মদ (মোট ৬৯.৪২৫ লিটার) উদ্ধার করে এবং গাড়ীতে থাকা আসামী ১। মোঃ মাসুম আহম্মেদ (২৭), পিতা-মৃত ইয়াকুব আলী, ২। মোঃ শরিফ (২২), পিতা-মোঃ শামসুল হক, উভয় সাং-নলজুরি (জাফলং তামাবিল), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট কে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মাহবুব উল্লাহ সরকার বাদী হয়ে ভৈরব থানার মামলা নং-২৮, তারিখ : ১০-১১-২০২২ খ্রি: ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি দায়ের করেন।
অপর দিকে এসআই মো: রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটাল মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে লাবিয়া পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-২৭১৮) বেলা ১৩:১০ ঘটিকায় অভিযান পরিচালনা শুরু করে। অভিযানকালে যাত্রী (আসামি) মো: জুনায়েত (২২), পিতা-মো: স্বপন মিয়া, সাং-মনকসায়ের শিমুল মিয়া মুন্সীবাড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশী করে তার সাথে থাকা বেগুনি রংয়ের কাপড়ের ব্যাগের মধ্য হতে মোট ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক ১৩:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ভৈরব থানার মামলা নং-২৭, তারিখ : ১০-১১-২০২২ খ্রি: ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) এর ১০(ক)/৪১ দায়ের করেন।