বেলাব (নরসিংদী) প্রতিনিধি
ঃ- নরসিংদীর বেলাবতে নিউজ টুয়েন্টিফোর ডট কম এর যুগ্ম বার্তা সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের সহ সম্পাদক, বিশিষ্ট কবি ও সংগীত গীতিকার মোঃ ওমর ফারুক বিশাল(৩২) নিহত হয়েছে।নিহত ফারুক বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের ছেলে।সাত ভাইয়ের মধ্যে ফারুক পঞ্চম । ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সোমবার ৭ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে বাড়ি হতে গাজীপুর যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল পল্লি বিদ্যুৎ সমিতি-২ অফিস সংলগ্ন স্থানে পৌছালে সিলেট গামী ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ওমর ফারুক বিশাল নিহত হয় । এসময তার সহযোগি মোটরসাইকেল চালক মোঃ ইমাম হোসেন স্বজল গুরুতর আহত হন৷ পরে তার অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজল একই এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন বলেন, এ ঘটনায় ফ্রেশ কোম্পানির কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। দূর্ঘটনার শিকার মটর সাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে। ড্রাইভার পলাতক। এ ঘটনায় চালক ও কাভার্ড ভ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।