ফারজানা আক্তার,কুলিয়ারচর প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ,এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন, সনদপত্র ও বৃক্ষের চারা বিতরন করা হয়।
১ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় এক বর্ণাট্য র্যালীর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমন সরকার, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃফারুক, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ফাইমা আক্তার, ক্যাশিয়ার আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃআজিজুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাছিমা বেগম, জাইকা প্রতিনিধি রোজী পারভীন সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত আত্ম কর্মী ও উদ্দ্যোক্তা বৃন্দ, সাংবাদি বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুব যুবতীদের মাঝে সনদপত্র বিতরন এবং ঋনের চেক বিতরন ও বৃক্ষের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।