নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ। ২৭ অক্টোবর সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ এক আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জের আহবায়ক এনামুল হক সেলিমের পরিচালনায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ মান্নান, বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব বাছির উদ্দিন ফারুকী, বক্তব্য রাখেন সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু ভুপাল নন্দী, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মনোয়ার হোসেন রনি, অপু সাহা,মাসুদ আলম সহ আরও অনেকে।বক্তারা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনকে অভিনন্দন জানিয়ে সকল মুক্তিযোদ্ধার পরিবারের এবং মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নে সকল দাবি নিয়ে কাজ করার জন্য আহবান জানান। সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সকল মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্মান বজায় রাখতে এবং কোটা সহ বিভিন্ন দাবি নিয়ে মাঠে সক্রিয় হয়ে কাজ করার অঙ্গীকার করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল অনিক, প্রশান্ত চন্দ্র সরকার, ইকবাল মিয়া, কামাল হোসেন সহ আরও অনেকে।আলোচনা শেষে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক এর পরিচালনায় এক মোনাজাত করেন।মোনাজাত শেষে কেক কেটে ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।