নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পাকুন্দিয়া পৌরসভা ৭নং ওয়াডের পানিতে ডুবে জিহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপর দেড়টার দিকে পাকুন্দিয়া পৌরসভা ৭নং ওয়াডের কুড়তলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিহাদ মো খোকন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু জিহাদ ঘর থেকে বের হয়। দীর্ঘক্ষন পর্যন্ত শিশু জিহাদ ঘরে না ফেরায় পরিবারের
লোকজন তাকে খুঁজতে থাকে। পরে দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে জিহাদকে ভাসতে দেখা যায়। পরে ডাক চিৎকারে এলাকাবাসি এসে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।