ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জেলার ইটনা উপজেলার বেতেগা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে
অত্যান্ত সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বর্তমানে বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক ও ১ জন কর্মচারী রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ২৯৯ জন। এর মাঝে ১৪৩ জন ছাত্র ও ১৫৬ জন ছাত্রী।
বিগত বন্যায় বিদ্যালয়ের দ্বিতল ভবনের চার দিকের মাটি সরে যাওয়ায় ভবনটিই হুমকির মুখে পড়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। এছাড়া
বিদ্যালয়ের মাঠের মাটি বিগত বন্যার পানিতে সরে গিয়ে মাঠের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা খেলা ধুলা সহ চিত্র বিনোদনের অসুবিধায় পড়তে
হচ্ছে। বিদ্যালয়ের পূর্বদিকে ধনু নদী সংলগ্ন প্রতিরক্ষা দেয়াল ফাটল ধরে ভেঙ্গে যাওয়ায় সৃষ্টি হয়েছে আরেক নতুন সমস্যা। এতে করে
হুমকির মুখে পড়তে পারে পুরো বিদ্যালয়টিও। বেতেগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান কবির বলেন, ভবনের
চারদিকের গাইড ওয়াল ও মাটি ভরাট খুবই জরুরি। ইটনা সদর ইউনিয়নের সদস্য মুক্তার হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমি বার বার
কথা বলে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই অনতি বিলম্বে সমস্যার সমাধান কল্পে যথাযথ কতর্ৃপক্ষের হস্তক্ষেপ কামনা
করছে এলাকাবাসী।