সিরাজুল ইসলাম আতশি, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ১৮ই অক্টোবর হাওর
অঞ্চলে ইটনায় উপজেলা প্রশাসন আয়োজিত বুলেট বৃদ্ধ ছোট্ট শিশু শেক
রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস সারা বাংলাদেশের ন্যায় যথাযথ
সম্মান মর্যাদার সহিত উদযাপন করা হয়েছে। ইটনা উপজেলা পরিষদ চত্বরে
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন ও
চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান উপজেলা পরিষদ ইটনা সহ বিভিন্ন দপ্তর
প্রধানগণ শেখ রাসেলের প্রতিকৃতিত্তে পুষ্প স্থপক অর্পন করার পর উপজেলা
নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপত্তিতে উপজেলা পরিষদ হল রুমে
এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথী হিসাবে আসন গ্রহণ
করেন চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান উপজেলা পরিষদ ইটনা। বক্তব্য রাখেন
আব্দুস সালাম উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ও অন্যান্য ব্যক্তিগণ প্রমূখ।
বক্তাগণ আলোচনা সভায় শেখ রাসেলের জীবনী তুলে ধরেন পরে ইটনা নূরপুর
দারুচ্ছালাম দাখিল মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পৃথক পৃথক ভাবে
দিবসটি পালন করার পর তাদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভার
সভাপতি বক্তব্য দিয়ে সমাপ্ত করেন।