আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন শেওড়াতলা থেকে বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য ৫০ হাজার টাকার হেরোইন সহ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। থানা পুলিশ শেওড়াতলা বাজারের জনৈক মকবুল হোসেন এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে মধুপুর পৌরসভাধীন আকাশি (পশ্চিম পাড়া), গ্রামের মো. দুলার হোসেন এর ছেলে মো. রুমানকে মাদক দ্রব্য পাঁচ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে মাদকদ্রব্য পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু করে শুক্রবার ১৪ অক্টোবর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।