রোমা সিদ্দিকঃ কিশোরগঞ্জে ৪ রাজাকারের নাম মুক্তিযোদ্ধা সমন্বয় তালিকাভুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।
সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সদর উপজেলার সাবেক কমান্ডার গোপাল নন্দী ও সাবেক জেলা কমান্ডের সদস্য আলহাজ্ব এ বি ছিদ্দিক,আজিম উদ্দিন।
মুক্তিযোদ্ধাদের অভিযোগ গত ১২-০৫-২০০৫ ইং গেজেট নং ৯০তে মোঃ রফিক, মোঃ মরম আলী গেজেট নং ১৮০, আজিম উদ্দিন গেজেট নং৩৩২৮, সুলতান গেজেট নং ১২৭০৮, তারা স্বাধীনতার সময় রাজাকার হিসেবে কাজ করেছে। অথচ ২০১৩,২০১৭ ও ২০২১ সালে যাচাই-বাচাই কমিটিতে তাদের নাম মুক্তিযোদ্ধা সমন্বয় তালিকাভুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে লিখিত অভিযোগ কপি মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জামুকাতে অভিযোগ দায়ের করেও কোন ফল হয়নি। এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলেও কোন ফল পায়নি। মুক্তিযোদ্ধারা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সকলের দৃষ্টি আকর্ষণসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। অন্য দিকে জামুকাকে জাল মুক্তিযোদ্ধার কারখানা বলে দাবি করে জামুকা বাতিলের দাবি করেন তারা।