কিশোরগঞ্জ প্রতিনিধি ◌ঃ কিশোরগঞ্জের হোসেনপুর
উপজেলা ছাত্রলীগের অগঠনতান্ত্রিীক কমিটি বাতিলের দাবিতে একটি
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সোমবার কুড়িঘাট মোড় থেকে বের হয়।
মিছিলটি উপজেলা হাসপাতাল হয়ে কলেজের দিকে যাওয়ার পথে প্রতিপক্ষের বাধার সম্মুখীন হয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশের হস্থক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। এতে ১ পুলিশ সদস্য সহ অন্তত ৩ জন আহত হয় বলে জানা গেছে। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জালিয়ে ঘন্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নব গঠিত কমিটির সহ- সভাপতি মোখলেসুর রহমান, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন মইন, ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য আমির হামজা, তাহমিদ , আনোয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম ও পুমদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল প্রমুখ ।
তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত উপজেলা কমিটির সভাপতি
মোস্তাফিজুর রহমানসহ কমিটির অন্তত ৪ জন বিবাহিত। অপর একজন ৮ম শ্রেণি পাশ। তাছারা অনেকেই সরকারি চাকরিজীবী আর ব্যবসায়ী ও
মাদকাসক্ত। অর্থের বিনিময়ে অগঠনতান্ত্রিকভাবে ছাত্রলীগের কমিটিতে
তাদের রাখা হয়েছে। বিতর্কিত এ কমিটি বাতিল বাতিল না করা হলে
হোসেনপুর ছাত্রলীগ নেতা-কর্মীরা এ আন্দোলন চালিয়ে যাবেন।
এব্যাপারে হোসেনপুর থানার ওসি কে একাধিকবার মোবাইল করলেও তিনি ফোন রিসিভ করেননি।