নিজস্ব প্রতিবেদক ঃঃ জাতীয় তামাকমুক্ত দিবস-২০২২ পালন করা হয়েছে।
আউস এর উদ্যোগে বাজিতপুরে অবস্থান কর্মসূচী পালন
আত্ম উন্নয়ন সংস্থা (আউস) এর উদ্যোগে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় রবিবার বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে জাতীয়
তামাকমুক্ত দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আউস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কাউছার আহাম্মদের নেতৃত্বে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়। আউস এর পরিচালক (অর্থ) বদর“ন্নাহার সাথীর
সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজার অপি রাজভর ও আউসের সমন্বয়কারী ধীমান রায় তালুকদার প্রমুখ। এছাড়াও এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের
প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী ও আউসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচিতে তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক বিষয়ের উপর বক্তারা
বলেন, বাংলাদেশের সর্বত্র ভ্রাম্যমান তামাকজাত দ্রব্য বিক্রেতার সংখ্যা বেড়েই চলেছে। অথচ অধিকাংশ বিক্রেতারই কোনো প্রকার ট্রেড লাইসেন্স নেই। এই বিক্রেতাদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক
করলে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে এবং যত্রতত্র তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয় বন্ধ হবে। এছাড়া বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধের
পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক বিক্রেতার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।