নিজস্বপ্রতিবেদকঃ বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ইসলামিয়া সুপার মার্কেট চত্ত্বরেএক বিক্ষোভ সমাবশ অনুষ্ঠিত হয়। বেনু চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এড. শফীকুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ও জেলা বাসদ নেতা এড. মাসুদ আহমেদ, শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহমান রুবেল, বাসদ সদর উপজেলা শাখার সভাপতি এম.এ. সালাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খালেদা আক্তার। সমাবেশ পরিচালনা করেন বাসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এড. সোহেল রানা।