গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করতে ময়মনসিংহ নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) তারিখ সকালে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম ময়মনসিংহ শহরস্থ নারী শক্তি পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ সরজমিনে পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূঁজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী, জেলা, উপজেলা ও মহানগর পুজাঁ উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।