নিজস্বপ্রতিবেদক
মধ্য রাতে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনের এ আনন্দ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। ভক্তদের ভালোবাসায়, দেবী দুর্গা সেজে উঠেছেন আপন মহিমায়।
শনিবার (১ অক্টোবর) থেকে পাঁচ দিনের দুর্গোৎসবে মাতবে হিন্দু সম্প্রদায়ের মানুষ। মনের মাঝে আশা দুর্গা তাদের জন্য নিয়ে আসবেন অনাবিল শান্তি।
ধ্বনিত হচ্ছে আগমনী সুর, আসছেন দেবী দুর্গা। অধীর অপেক্ষায় ভক্তকূল। প্রাণের টানে বরণ করা হবে দেবীকে। হোসেনপুরে ১৫টি পূজামন্ডে সব আয়োজন শেষ । পূজার প্রস্তুতি ঘিরে জমজমাট ঐতিহ্যবাহী হোসেনপুর শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া।
ভক্তরাও সেরে নিচ্ছেন নিজেদের সাজ-পোশাকের কেনাকাটা। আনন্দ আয়োজন রঙিন করাতে চলছে নানা আয়োজন।
কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক ও হোসেনপুর শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং হোসেনপুর প্রেসক্লাব সভাপতি/সম্পাদক প্রদীপ কুমার সরকার জানান, পূজার সকল প্রকার প্রস্থতি সম্পূর্ণ এখন শুধু উদ্বোধনের অপেক্ষা । তিনি সকলের সহযোগীতা চেয়য়েছেন।
হোসেনপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা জানান, পূজার উপলক্ষে আইন শূঙ্খলা বাহিনীর বাড়তি কঠোর নিরাপত্তা ও নজরদারি রয়েছে।